বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নতুন ছবি ‘প্রতিঘাত’ পরিচালনা শুরু করলেন রাজীব বিশ্বাস। তার এই ছবি বলবে আদ্যন্ত ভালোবাসার গল্প। সঙ্গে পরিচালকের সিগনেচার পাঞ্চ, রাজনৈতিক দ্বন্দ্ব। আর তার হাত ধরে পর্দায় ফের একসঙ্গে ফিরছেন সোহম-প্রিয়াঙ্কা।
সোহমের সঙ্গে প্রিয়াঙ্কাকে এর আগে দেখা গেছিল রাজা চন্দের আমার আপনজন ছবিতে। রাজীবের ছবির গল্পের প্রাণভ্রোমরা প্রিয়াঙ্কা সরকার। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে সব চরিত্র, সমস্ত ঘটনা।
প্রসঙ্গত, এর আগে প্রিয়াঙ্কাকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছিল চিরদিনই তুমি যে আমার আর সুলতান।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক আর সুপ্রিয় দত্তকে। ছবির শুট শুরু হয়েছে ৩ জুন থেকে। উত্তরবঙ্গের পাহাড়ি সৌন্দর্যের পটভূমিকায় চলছে শুটিং। প্রযোজনায় ইকো এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.