দেশে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৩৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৩৯১ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৪৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৩৮ টাকা; ১৬ কেজি ১ হাজার ৮৫৪ টাকা; ১৮ কেজি ২ হাজার ৮৬ টাকা; ২০ কেজি ২ হাজার ৩১৮ টাকা; ২২ কেজি ২ হাজার ৫৪৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৮৯৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৪৭৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৮২৪ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৫৫ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ২১৫ টাকা।
এছাড়াও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাংলাদেশে ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।
বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
এর আগে ফেব্রুয়ারি মাসের জন্য প্রতিকেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। সে সময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.