বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : এর আগে নানা কারণে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হয়েছেন অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা। আবার সেই ঘটনা ঘটলো।
দাদা বীরু দেবগনের মৃত্যুর ঠিক একদিন পর নাইসাকে দেখা গেল বিউটি পারলারে। এই নিয়েই যত সমালোচনা।
সোমবার মৃত্যু হয় অজয়ের বাবা তথা কাজলের শ্বশুর বীরু দেবগনের। আর তার ঠিক একদিন পর মঙ্গলবারই নাইসাকে পারলার থেকে বের হতে দেখা যায়।
ওই সময় পাপারাজ্জির ক্যামেরাবন্দী হন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
কেউ বলেন ''গতকালই যার দাদার মৃত্যু হয়েছে, সে কীভাবে আজ পারলারে যেতে পারে?'' কেউ আবার নাইসার পোশাক নিয়ে সমালোচনা করেছেন।
যদিও কারো কারো বক্তব্য, “ছবিটি নিশ্চয় পুরোনো, তা না হলে কীভাবে কেউ দাদুর মৃত্যুর পরদিন পারলারে যেতে পারে।” এই রকমই নানান কথা উঠে আসে নেটিজেনদের মন্তব্যে।
এর আগে এক সাক্ষাৎকারে পাপারাজ্জিদের কাছে অজয় অনুরোধ করেন, “দয়া করে আমার ছেলেমেয়েদের এতো ছবি তুলবেন না, তাদের পিছু নেবেন না। বাবা-মা তারকা হওয়ার জন্য তারা কেন ভুক্তভোগী হবে। তাদের স্বাভাবিক জীবনযাপন করতে দিন।”
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.