বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে ৩ হাজার ৫৩৩ পিস ইয়াবা বড়ি সহ বাবু মিয়া ওরফে গোলজার (২৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে পলি পরিবহনে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়ি সহ তাকে আটক করা হয়।
আটককৃত বাবু মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বেপারী গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে। ইয়াবা বড়ি গুলো ঢাকায় পাচার করার কথা ছিল বলে জানা যায়।
কামালপুর বিজিবির কোম্পানী কমন্ডার সুবেদার আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আগে থেকেই মির্ধাপাড়া মোড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে পলি পরিবহনে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়ি সহ বাবু মিয়া কে আটক করা হয়।
৩৫ বিজিবির অধিনায়ক লে.কনেল এসএম আজাদ জানান, ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.