আশিক সরকার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ই মার্চ জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র জিএস গোলাম রাব্বানী গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
এক বিবৃতিতে গোলাম রাব্বানী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। ১৯৭১ সালে ৭ই মার্চ তৎকালীন রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দেশকে রাহু মুক্ত করতে সক্ষম হয়। এই মহান নেতার হাত ধরেই বাঙ্গালী জাতি বেচে থাকার প্রেরনা অর্জণ করেছে। তার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.