পরিক্রমা ডেস্ক : সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সূচিতে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা এবং আনন্দ র্যালি সকাল ৯টার পরিবর্তে দুপুর দেড়টায় শুরু হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটির মূল পর্ব প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংযুক্তিতে সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় বশেমুরকৃবির রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরো জানান, এজন্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণকে দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী মূল পর্বের অনুষ্ঠানসূচি দুপুর দেড়টা থেকে সময়ের ধারাবাহিকতা বজায় থাকবে।
২৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) তার ২৫তম প্রতিষ্ঠা দিবস পালন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.