বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্টই ভালো। তারপরও নতুন বছরের শুরুতেই হতাশার খবর পেল বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ।
আইসিসির নতুন ফরম্যাট অনুযায়ী মূলপর্ব অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। যেখানে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল।
বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১০ নম্বরে থাকায় কপাল পুড়েছে টাইগারদের। শুধু বাংলাদেশই নয়, সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও বাছাইপর্ব খেলতে হবে। কেননা তারা রয়েছে র্যাংকিংয়ে ৯ নম্বরে।
এরই মধ্যে আইসিসি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে যাওয়া আট দলের নামও ঘোষণা করেছে। দলগুলো হলো- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট উইন্ডিজ ও আফগানিস্তান।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.