নিজস্ব প্রতিবেদক:
সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। এছাড়া চলাচলের জন্য নৌকা, সাপ তাড়ানো কার্বলিক এসিড বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
No description available.
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, গুঁড়, বিস্কুট, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি।
এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরীসহ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.