সরকারের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির দপ্তরে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
এদিন সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। বৈঠকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সরকার ও আওয়ামী লীগ’।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে জাতি আজ দুর্যোগ মোকাবিলায় বিশ্বসেরা। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি, কল্যাণ সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি। বন্যাসহ দেশের প্রতিটি সমস্যা মোকাবিলায় সরকার ও দল এক এবং অভিন্নভাবে কাজ করছে’। সিলেট ও সুনামগঞ্জে বানভাসি মানুষকে রক্ষায় সরকার ও দলের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই শীর্ষ নেতা।
বৈঠকে ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ ও শিশুদের রক্ষায় জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকাগুলোতে নৌকা, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবারসহ অন্যান্য জীবনরক্ষাকারী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
এ বিষয়ে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে বেশকিছু কমিটি গঠন করা হয়েছে। আক্রান্ত উপজেলাতে দ্রুততম সময়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির টিম সাহায্য নিয়ে যাবে। পাশাপাশি এই প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ে সরকারের পাশাপাশি ব্যক্তি এবং সংগঠন পর্যায়ে সকল সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এ সময় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্যরাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যার্তদের জন্যে ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন, বিজিবি এবং আওয়ামী লীগ পরিবার। এছাড়া বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
ভয়াবহ বন্যায় আক্রান্তদের জন্যে সরকারিভাবে ৩০ লাখ করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ২০০ মেট্রিক টন চাল, আট হাজার করে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। যেখানে চাল, ডাল, তেল, চিনি ও মসলা রয়েছে। এছাড়াও সব ধরনের সাহায্য সহযোগিতা এবং বন্যা মোকাবিলায় তৎপরতা অব্যাহত রেখেছে সরকার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.