বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পানি ভাসছে ঘর-বাড়ি ফসলি জমি। শুক্রবার বকশীগঞ্জ থেকে তোলা ছবি- ফোকাস বাংলা
জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার ওই দুই উপজেলার পৃথক পৃথক স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বকশীগঞ্জে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার মেয়ে সুজনী আক্তার (১১), সোলায়মান হোসেনের মেয়ে সাথী আক্তার (৮) ও মাসুদ মিয়ার মেয়ে মৌসুমী আক্তার (৮) বাড়ির পাশে বন্যার পানিতে কলাগাছের ভেলায় উঠে দুপুরে খেলা করার সময় ভেলাটি উল্টে ওই তিন শিশু পানিতে ডুবে যায়।
তাজুল ইসলাম জানান, সুজনী আক্তার ও সাথী আক্তার ঘটনাস্থলেই মারা যায়। মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, বিকেলে একই উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর গ্রামে বন্যার পানিতে ডুবে ইয়াছিন মিয়ার ছেলে স্বাধীন মিয়ার (২) মৃত্যু হয়। এছাড়া প্রায় একই সময় মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের আব্দুল্লাহ (৭০) নামে এক বৃদ্ধ তার ঘরের পেছনে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যান। পরে তার মৃতদেহ পানিতে ভেসে উঠে।
মাদারগঞ্জ থানা ওসি মো: রফিকুল ইসলাম মাদারগঞ্জে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের জামদহ গ্রামের নুর ইসলামের আড়াই বছর বয়সী শিশু আরাফাত হোসেন বন্যার পানিতে ডুবে মারা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.