বরিশাল প্রতিনিধি : বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় নগরের সদর রোডের সোহেল চত্বরের আওয়ামী লীগ কার্যালয়ে সামনে রক্ষিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করর্পোরেশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ,শ্রমিক লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজিব ও তার সহযোগিরা ছাত্রলীগ নেতা সাইফুল সেরনিয়াবাতকে বেদম মারধর করে। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্ধ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.