পরিক্রমা ডেস্ক : ফয়জুল করীম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে ভোটের ফলাফল মেনে নেয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করব, আদালতের দ্বারস্থ হব।’
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ফল মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে নামা ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
তিনি বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করব, আদালতের দ্বারস্থ হব।’
সোমবার সকালে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ বক্তব্য দেন তিনি।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সকাল ৮টা ১০ মিনিটে বরিশাল নগরের রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেয়া শেষে ফয়জুল করীম বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ দেখছি,
তাতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছি, তবে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না কী হয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিগত সময়ে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে মানুষ এবার অন্তত ভোট দেয়ার একটি পরিবেশ পেয়েছে। তাই মনে হচ্ছে তারা ঈদের আনন্দে রয়েছে। বাইরে পরিবেশ দেখে মানুষের সঙ্গে কথা বলে এমনটাই মনে হচ্ছে। আর ভোটাররা ভোট দিতে পারলে হাতপাখা সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।’
আন্দোলনের হুমকি দিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে ভোটের ফলাফল মেনে নেয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করব, আদালতের দ্বারস্থ হব।’
সোমবার সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।বরিশালে এবারের সিটি নির্বাচনে ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮, যার মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ এবং পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসাব অনুযায়ী পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ১ হাজার ৩২০ জন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.