আবাসিক হল খোলা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘোষিত ও চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল এবং ল্যাব পরীক্ষা স্ব-শরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রামণ ঊর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে গ্রহণ করা হবে। এছাড়া ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল ও ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত স্ব-শরীরে হবে। ৬ ফেব্রুয়ারী পর্যন্ত অনলাইন হবে মিডটার্ম পরীক্ষা। পরবর্তীতে মিডটার্ম পরীক্ষার বিষয়ে স্ব-স্ব বিভাগ সিদ্ধান্ত নেবে। খোলা থাকবে আবাসিক হল। পরীক্ষার রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.