বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। এবার সহশিল্পীকে প্রেমিকের নামে ডেকে বিব্রত হতে হয়েছে তাকে। শীঘ্র মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত ছবি 'কলঙ্ক'। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আলিয়া। সম্প্রতি ছবির সহশিল্পী সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর, বরুণ ধাওয়ানকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন আলিয়া। এসময় পাশে বসা বরুন আলিয়ার খোপা ধরে নাড়াচাড়া করছিলেন। বরুণকে এটা করতে নিষেধ করতে গিয়েই নিজের লজ্জায় পড়েন আলিয়া।
বরুণকে উদ্দেশ্য করে আলিয়া বলেন, 'এটা বন্ধ কর রণ... (রণবীর), উমম, বরুণ।' এরপরই আলিয়া লজ্জায় মুখ ঢেকে ফেলেন। বুঝতে পেরে বরুণ হেসে আলিয়াকে জড়িয়ে ধরেন। আলিয়ার এমন কাণ্ডে সোনাক্ষী, আদিত্যও না হেসে পারেননি।
'কলঙ্ক' ছবিতে আরও অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক বর্মন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.