দুইদিনব্যাপী সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার একযুগ পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে প্রথমদিনে মিলাদ, আলোচনা সভা গুণীজন সংবর্ধনা এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ রোটারী ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথভার্সিটি প্রভাষক ড. মোস্তফা কামাল খান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মিয়াজী। উন্নয়নে আবদান রাখায় গুণীজন সংবর্ধনা পেয়েছেন সমাজ সেবায় ট্রাস্ট ব্যাংকের টঙ্গী শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সুরাইয়া তালুকদার। হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কবির হোসেন মিয়াজী, করোনাকালীন সময়ে বিশেষ ভুমিকা পালন করায় উপস্থাপক মো. ইউনুস। এছাড়াও দু'জন কাউন্সিলর সংবর্ধিত হোন। হাজীগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার ও জোহরা বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও মানবসমাজ পত্রিকা বিতরণকারী ওমর আলী। পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির মজুমদারের সভাপতিত্বে পত্রিকার প্রধান উপদেষ্টা সাফিউল বাশার রুজমনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলী আশরাফ দুলাল, হাজিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নতুনের কথার সম্পাদক ও সাপ্তাহিক হাজীগঞ্জের পরিচালক মহিনউদ্দিন আল আজাদ, কথা সাহিতিক ও প্রভাষক শাহমুব জুয়েল, উদীচি শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক সানাউল্লাহ, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আসমা সাদি। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে গুণীজনদের সংবর্ধনা আলোচনা সভা শেষে মানবসমাজ পরিবারের সবাইকে নতুন পরিচয় পত্র তুলে দেন অতিথিবৃন্দ। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মিলি সাহা ও আমিনুল। মানবসমাজ পরিবারের সহধর্মীনিদের র্যাফেল ড্রয়ের আয়োজন করেন পত্রিকার মফস্বল সম্পাদক এসএম মিরাজ মুন্সী। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানবসমাজের প্রধান সম্পাদক গাজী সালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খান রনি, বার্ সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারী, নিজস্ব প্রতিবেদক মজিব পাটোয়ারী,মাঈনুদ্দিন মিয়াজী, হোসেন বেপারী, হাসান আহম্মেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.