আন্তর্জাতিক ক্রিকেটে জহির খানের মতো বাঁ-হাতি পেসার পায়নি ভারত। ইদানীং খলিল আহমেদকে নিয়ে পরীক্ষা চালালেও লাভ হচ্ছে না। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই অবস্থায় কী করা উচিত ভারতের? জানালেন জাহির।
তার মতে, তাড়াহুড়ো করে বাঁ-হাতি পেসার তুলে আনা যায় না। অপেক্ষা করতে হয় ঠিক সময়ের জন্য। আবু ধাবিতে টি-টেন লিগে খেলতে ব্যস্ত জাহির ভারতীয় ক্রিকেটের এই সঙ্কট নিয়ে বলছেন, ‘‘একটা দল সব সময় ভাল এক জন বাঁ-হাতি পেসার চায়। তাতে আক্রমণের বৈচিত্র বাড়ে, তেজ বাড়ে। কিন্তু বাঁ-হাতি পেসার খুঁজে পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করে থাকতে হবে ঠিক ছেলেটাকে খুঁজে বের করার জন্য।’’
তাহলে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কী করা উচিত? জহিরের মন্তব্য, ‘‘দেখুন, বাঁ-হাতি পেসার তো আগে আপনাকে খুঁজে বার করতে হবে। এখন যে ভারতীয় বোলাররা খেলছে, তারা তো খুব ভাল করছে। আসল কথাটা হল, মাঠে নেমে ম্যাচ জেতা। সেটা যখন ঠিকঠাক হচ্ছে, তাহলে অত চিন্তা কীসের? হাতে ভাল বাঁ-হাতি বোলার পেলে নিশ্চয়ই তাদের সুযোগ দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার আগে তো ঘরোয়া ক্রিকেটে ভাল খেলতে হবে এই বাঁ-হাতি পেসারদের।’’
জহির আরও আশা করছেন, সে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.