যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মডার্নার মোট সাড়ে ২৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশকে টিকা প্রদানের বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) এন্থোনি ব্লিনকেন।
এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা প্রদানের একটাই উদ্দেশ্য, আর তা হলো জীবন বাঁচানো। ’
সেক্রেটারি অব স্টেট আরও বলেন, ‘এটা কেবল শুরু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে ব্লিনকেন লিখেন- প্রেসিডেন্ট যেমনটি বলেছেন “করোনাভাইরাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে যুক্তরাষ্ট্র হবে দুনিয়ার জন্য টিকার মজুদাগার।’
আজ শনিবার সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা এসে পৌঁছায়। এর আগে গতকাল শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে প্রথম ধাপে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা এসে পৌঁছায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.