শেষ পর্যন্ত ড্র করা হলো না বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টে আফগানিস্তান জিতলো ২২৪ রানে। দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অল আউট হয় সাকিবের দল।
এর আগে, বৃষ্টি বাগড়ার পর আবার শুরু হয় চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা। ম্যাচে হার এড়াতে ৫ম দিনের শেষ সেশন ব্যাট করে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সৌম্য সরকার। ১২ রান করে ফেরেন মিরাজ। আর, তৃতীয় সেশনের প্রথম বলেই জহির খানের বলে আউট হন সাকিব আল হাসান। ৪৪ রান আসে টাইগার ক্যাপ্টেনের ব্যাট থেকে। দিনের প্রথম সেশন ভেসে যায় বৃষ্টিতে। দুপুর একটায় দ্বিতীয় সেশন থেকে শুরু হয় খেলা। ২য় সেশনে মাত্র ১৩ বল খেলার পর ফের হানা দেয় বৃষ্টি।
প্রথম ইনিংসে ৩৪২ রানে অল আউট হয় আফগানিস্তান। জবাবে ২০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে রাশিদ খানরা ২৬০ রান করলে স্বাগতিকদের টার্গেট তাড়ায় ৩৯৮ রান। বড় লক্ষ্য তাড়া করে খেলতে নেমে দ্রুত একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাকিব ছাড়া বলার মত রান পেয়েছেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে ৪১ রান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.