বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীকে স্বাগত জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সুষমা স্বরাজ।
গতকাল তিনি এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে সুষমা স্বরাজ জানান, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ভারত। আগামীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওই বিবৃতিতে বলা হয়েছে, উভয় মন্ত্রী যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)-এর কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন সেক্টরে সহায়তামূলক সমন্বয়ে একযোগে কাজ করবে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ওই বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.