বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলাদেশের সার্বিক উন্নয়নসহ শান্তি স্থাপন, সুশাসন নিশ্চিতকরণে নবগঠিত সরকারের সঙ্গে জাতিসংঘ আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘের এজেন্ডা-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফার লক্ষ্যপূরণে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভূক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।
এর পরিপ্রেক্ষিতে সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নেও বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলে আশা করে জাতিসংঘ।
জাতিসংঘ এটাও মনে করে যে, প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সব দেশের মতোই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। আর এক্ষেত্রে জাতিসংঘ অন্যতম অংশীদার।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকার সক্রিয় ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছে জাতিসংঘ। এক্ষেত্রে বাংলাদেশকে স্বাগতও জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.