আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ রয়েছে এই সফরে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায়।
এই দুটি ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। তবে বাকি আছে শুধু ক্রীড়া মন্ত্রীর অনুমোদন। এই সফরের দলে জায়গা পেয়েছিলেন রোশেন সিলভা। যদিও তিনি বাংলাদেশ সফরে আসতে অপারগতা জানানোয় শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকরা রোশেন সিলভার পরিবর্তে কামিন্দু মেন্ডিসকে নিয়েছে দলে।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লাকসান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.