১৫ ফেব্রুয়ারি আকষ্মিক এক পরিদর্শনে জনাব ওসমান তুরিন বাংলাদেশি উদ্ধারকর্মীদের সাথে তাদের ক্যাম্পে দেখা করেন, উদ্ধারকর্মী সকলের খোঁজ-খবর নেন এবং বাংলাদেশের উদ্ধারকাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি একই সাথে তুর্কি সরকার ও নাগরিকদের পক্ষ হতে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ উদ্ধারকারী দলের উদ্ধারকাজে গভীর সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক এই রাষ্ট্রদূত বর্তমানে আদিয়ামান শহরের পুনর্বাসন ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
তুরস্কে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার উপপরিচালক জনাব দিনমনি শর্মা এবং মিডিয়া কো-অর্ডিনেটর উপসহকারী পরিচালক জনাব ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৬/২/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশ উদ্ধারকারী দল কর্তৃক মোট উদ্ধার ২৪ জন। জীবিত উদ্ধার-১ জন, মৃতদেহ উদ্ধার ২৩ জনের।
খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.