বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্ত:মার্কেট ফুটবল টুর্নামেন্ট- ২০২২ সম্পন্ন।
বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্ত:মার্কেট ফুটবল টুর্নামেন্ট- ২০২২ আজ বিকেলে দেশের ঐতিহ্যবাহী প্লে গ্রাউন্ড আউটার স্টেডিয়াম, পল্টন ময়দানে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হৃদয়গ্রাহী ভাষায় বক্তব্য রেখে সবাইকে উৎসাহিত করেন বাংলাদেশের কিংবদন্তিতুল্য ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের বিজনেস আইকন, বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ইলেক্ট্রিক্যাল বিজনেস সেক্টরের প্রাণপুরুষ খন্দকার রুহুল আমিন সিআইপি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিইএ পরিচালক, ফুটবল টুর্নামেন্টের দায়িত্বে ন্যস্ত বিইএ ক্রীড়া বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক জনাব আবুল হোসেন রিপন।
গেষ্ট অব অনার ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনাব জনাব শাহাদাত হোসেন ভূঁইয়া বিইএ সাবেক চেয়ারম্যান, বিইএ সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, বিইএ সহ-সভাপতি হাজী ইসমাইল হোসেন, বিইএ পরিচালক জনাব আলীমুজ্জামান আলম, বিইএ পরিচালক জনাব অলিউর রহমান ওলি প্রমূখ।
০৯.০৯.২২ ৮টা থেকে শুরু করে বিকেল ৫ঃ৪০ মিঃ পর্যন্ত মোট পাঁচটি খেলা টান-টান উত্তেজনায় শেষ হয়।
ক্রীড়ামোদী জনাকীর্ণ ফুটবল মাঠে উপস্থিত ছিলেন বিইএ’র অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
ইলেকট্রিক্যাল ব্যবসায়ী ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ বন্ধুত্বের মেলবন্ধন তৈরিতে এই টুর্ণামেন্ট ইতিবাচক ভূমিকা রেখেছে বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.