বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (০৯ জুলাই) রাজধানীর ওয়ারীতে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশু সামিয়া আক্তার সায়মার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে বর্তমানে কারো নিরাপত্তা নেই, পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের মতো ঘটনা ঘটতো না। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। যদি অপরাধ বা ধর্ষণের বিচার হতো, তাহলে এভাবে ধর্ষণ বেড়ে যেতো না। সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনা।
তিনি বলেন, ধর্ষককে শুধু গ্রেপ্তার করলেই হবে না, সরকারকে আরো কিছু পদক্ষেপ নিতে হয়। আজকে দেশে কোনো কিছুই ঘটলেই বিরোধী দলের ওপর দোষ চাপানো হয়। গত কয়েকদিনে বিএনপি অফিসের সামনে থেকে বেশ কয়েকজন কর্মীকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.