পরিক্রমা ডেস্ক : বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের খ্যাতনামা একাডেমিক ফোরাম ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্স’র অধ্যাপক ও ডিন ড. হাসান মাহমুদ রেজাকে ফেলো হিসেবে নির্বাচিত করেছে।
ড. রেজা ২০০২ সালে জাপান সরকারের বৃত্তি (মনবুশো) নিয়ে নারা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NAIST) থেকে বায়োলজিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একজন পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন এবং ২০০৪ সালে জাপানের এনএআএসটি’র বায়োলজিক্যাল সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৭ সালে, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) যোগ দেন। তিনি সাইন্স, ব্রিটিশ মেডিকেল জার্নাল ও সাইন্টিফিক রিপোর্টসসহ আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে শতাধিক গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.