বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন,বিশ্বদরবারে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিদ্যা ও জ্ঞানের দেবীকে বন্দনায় শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
No description available.
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বিশ্বদরবারে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
‘সুজিত রায় নন্দী বলেন, এটা ভাগ্য নির্ধারণের দিন, এটা আরতি দিয়ে পুষ্পাঞ্জলী দিয়ে চেয়ে নেয়ার দিন। আমাদের শিক্ষা পরিবারের জন্য সবচেয়ে বেশি যেখানে আমাদের স্বপ্নের ব্যাপার, সেটা হচ্ছে সরস্বতী পূজার দেবতার কাছে আমাদের চাহিদা। আমাদের শিক্ষা-জ্ঞান এই আলোকেই যেন আমরা আলোকিত হই। কুশিক্ষা দূরীভূত হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা.মো.শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক ডাঃ পবিত্র কুমার দেবনাথের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ চঞ্চল কুমার ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন, সরস্বতী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ইন্দ্রজিত কুমার কণ্ডু।
অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.