বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে OBE Curriculum Concepts-Models & Development Strategy শীর্ষক চার দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, জ্ঞান ও মানসিক বিকাশ সমন্বয় করে সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। প্রাক ঐতিহাসিক যুগ থেকে আমরা জ্ঞান আহরণ করছি। সমাজ বিবর্তনের সাথে সাথে জ্ঞান আহরণের ধারা পরিবর্তন হচ্ছে। জ্ঞানের বিকাশের সাথে মানসিক বিকাশ জড়িত।
কর্মশালায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম। এক বছরে এ ধরনের ছয়টি কর্মশালার আয়োজন করায় বাউবি কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ প্রদান করেন।
কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহানুর রহমান। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা। চার দিনব্যাপী কর্মশালায় দুইটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.