বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :বছর খানেক আগেই প্রেমিক তামিম হাসানকে বিয়ে করেছেন পরীমণি এমন খবর চাউর হয়। কিন্তু তখন বিয়ের কথা অস্বীকার করেছিলেন পরী। তবে বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে জানান দিয়েই বাগদান সারলেন তিনি।
তবে কবে নাগাদ তারা বিয়ে করছেন এ ব্যাপারে কিছুই বলেননি। কোনও এক ভালোবাসা দিবসেই বিয়ের আনুষ্ঠানিকতা করতে চান বলে জানান পরী।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীর। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘আরো ভালোবাসবো তোমায়,‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’, ‘অন্তর জ্বালা’, ‘মন জানেনা মনের ঠিকানা’, ‘পুড়ে যায় মন’, ‘ধূমকেতু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘ইনোসেন্ট লাভ’, ‘স্বপ্নজাল।
সবশেষ পরী অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পায়। তার বিপরীতে ছিলেন আরজু। পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবিটি এখনও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.