বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :মহিলাদের যে কত জ্বালা সহ্য করতে হয় সোশ্যাল মিডিয়ায়! একজন সাধারণ মেয়েকেও প্রায়শই দেখতে হয় ইনবক্সে ঢুকে বসে রয়েছে অশালীন মন্তব্য, কু-ইঙ্গিত। মিটু, নারীপ্রগতি সব কিছুকেই তখন মিথ্যা বলে মনে হয়। তার উপরে মহিলাটি যদি হন খ্যাতনামা অভিনেত্রী, তা হলে ঝামেলা আরও বেশি। অগণিত অপরিচিত পুরুষের কুনজর সামলে তাকে চলতে হয় সোশ্যাল মিডিয়ার জগতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার টুইটার হ্যান্ডলে সম্প্রতি এক অশালীন ইঙ্গিতবাহী বার্তা পান।
সেখানে জনৈক ব্যক্তি তাকে জানায়, সে তার দেহের ‘বিশেষ অঙ্গ’কে পছন্দ করে। এরকম ট্রল সাধারণত উপেক্ষাই করেন মহিলারা। বেশির ভাগ ক্ষেত্রেই তারা ব্লক করেন ট্রল-কর্তাকে। তাপসী কিন্তু সেই রাস্তায় হাঁটেননি।
তাপসী পালটা এক টুইটে ‘জবাব’ দিয়েছেন এই ট্রল এর এবং সেই জবাব এতটাই বুদ্ধিদীপ্ত যে, তাতে অনুপ্রাণীত হবেন যে কোনও নারীই।
তাপসী তার টুইটে জানান. তিনিও তার দেহের একটা বিশেষ অঙ্গকে ভালোবাসেন। আর সেটা হল ‘সেরিব্রাম’।
মস্তিষ্কের এক বিশেষ অংশকে এই ভাবে উল্লেখ করে তাপসী তার মস্তিষ্কের ক্ষমতাই প্রমাণ করলেন। সেই সঙ্গে কু-ইঙ্গিতপ্রবণ পুরুষদেরও এক হাত নিলেন ‘পিংক’ (২০১৬)-এর নজরকাড়া অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.