বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বলিউডে অভিনয় জীবনের শুরুতেই সবর নজর কেড়েছেন সাইফ কন্যা সারা আলী খান। প্রথম ছবি ‘কেদারনাথে’ই নিজের জাত চিনিয়েছেন তিনি। এরপর ‘সিম্বা’তেও তার পারফরম্যান্স মন জিতেছে দর্শকদের।
কারণ, সারার রক্তেই মিশে আছে অভিনয়। দাদি শর্মিলা ঠাকুর, বাবা সাইফ আলী খান, মা অমৃতা সিং সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত।
কিন্তু ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন সারা। মায়ের কাছে বড় হলেও বাবার সঙ্গে যোগাযোগ ছিলই সারার। এরপরও বাবা সাইফ আলী খানের নিয়মিত সাহচর্য তিনি পাননি। কিন্তু তা নিয়ে কোনও ক্ষোভ নেই সারার। বরং বাবা-মায়ের বিচ্ছেদকে খুশি মনেই সমর্থন জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের
সম্প্রতি এক সাক্ষাত্কারে সারা বলেন, যে বাড়ির মানুষগুলো ভাল নেই, সে বাড়িতে থাকা মুশকিল। আমার বাবা,-মা দু’জনেই খুব সুখী মানুষ। আনন্দ করতে ভালবাসেন, তবে আলাদা আলাদা ভাবে।
তিনি আরও বলেন, একসঙ্গে ভাল থাকবেন না সেটা অনেক আগেই বুঝেছিলেন তারা। আমিতো এটা সৌভাগ্য হিসেবেই দেখি। কারণ, এখন আমার দু’টো বাড়ি আছে। যেখানে আমি আনন্দে, নিশ্চিন্তে থাকতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.