পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ফিড দি ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এক্টিভিটিসের (আইপিএমএ) যৌথ আয়োজনে সোমবার “আইসোলেশন, মাল্টিপ্লিকেশন এন্ড ফরমুলেশন অফ মাইক্রোবায়াল পেস্টিসাইডস, বিউভেরিয়া এন্ড মেটারাইজিয়াম” শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমিটি-বাংলাদেশ এর সিনিয়র কনসালটেন্ট এবং বারি’র সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. সৈয়দ নুরুল আলম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী এবং কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার, আইপিএম এক্টিভিটি, ভার্জিনিয়া টেক এর মাধব চন্দ্র দাস।
প্রশিক্ষক প্রশিক্ষণে দেশ বিদেশ হতে আগত ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.