করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার সময় আরও ৩ দিন বাড়ানো হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি মাসের ৪, ৬ ও ৮ তারিখ পর্যন্ত বিশেষ টিকা ক্যাম্পেইন চলবে। এরপর প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার জন্য আর কোনো ক্যাম্পেইন হবে না।
চাহিদার কারণে ৩ দিন সময় বাড়ানো হয়েছে জানিয়ে আহমেদুল কবির বলেন, তবে কেউ যদি যৌক্তিক কারণে টিকা নিতে না পারেন, তাহলে পরে নির্ধারিত টিকা সেন্টারের মাধ্যমে নিতে পারবেন।
যৌক্তিক কারণে বলতে, কেউ যদি গত ৬ মাস অসুস্থ থাকেন, বিছানা থেকে একদমই উঠতে পারছেন না, এমন ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।
এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছিলেন, ৩ অক্টোবরের পর অর্থাৎ বিশেষ ক্যাম্পেইনের পর আর প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হবে না। তবে বুস্টার ডোজ চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.