ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বর্ষণের কারণে সোমবার ঘরের দেয়াল ধসে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
জানা যায়, গত কয়েক দিন ধরে চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর জের ধরে সোমবার সকালে তামিলনাড়ুর মেট্টুপালায়াম জেলার নাদুর গ্রামের চারটি ঘরের দেয়াল ভেঙে পড়ে। দেয়ালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন বহু মানুষ। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। এদের মধ্যে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলছে।
এর আগে গত দু’দিনের বৃষ্টিতে ওই রাজ্যের পাঁচজন প্রাণ হারান বলে জানা গেছে। তামিলনাড়ুর বিভিন্ন অংশে বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে ওই রাজ্যের কমপক্ষে পাঁচটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি শহরের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.