গত২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকার বিজয় হয় । মতলব দক্ষিণ উপজেলার নব- নির্বাচিত চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। শুভেচ্ছা বিনিময়কালে ৫৯নং ওয়ার্ডের কাউন্সিলর বলেন,নির্বাচনের আগে জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মতলবের উন্নয়নে কাজ করতে হবে।
মাদক,ও সন্ত্রাস বিরোধী পরিবেশ সৃষ্টি করতে হবে। এলাকার উন্নয়ন মুলক কাজের বিষয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নিতে হবে। যে কোনো বিষয়ে আমার সর্বাত্ব সহযোগিতা অব্যাহত থাকবে।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি লিয়াকত আলী প্রধান, দেওয়ান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান, এমএআজিজ বাবুল,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন,,জাতীয় পার্টির নেতা আব্দুল কাইউম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, কাউন্ডিলর কিশোর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন,গোলাম রাব্বানী,মোল্লা আলন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.