বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিএনপিকে ভাঙতে বাহিরের কাউকে প্রয়োজন হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যদি ভাঙে তাহলে অভ্যন্তরীণ গোলোযোগ, অভ্যন্তরীণ কলহ-কোন্দলের জন্যই ভাঙবে।’
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অলরেডি বিএনপি নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তারা নিজেরাই নিজেদের ভাঙনের কারণ হবে। তবে সরকার শক্তিশালী বিরোধীদল প্রত্যাশা করে। অপজিশন স্ট্রং থাকা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো, নিরাপদ।’
বিএনপি-ঐক্যফ্রন্ট নির্বাচনে যে কয়টি আসন পেয়েছে তা নিয়েই বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাচনে বিএনপি না এলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন বিএনপির জন্য থেমে থাকবে না বলেও যোগ করেন সেতুমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.