বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব হয়নি।
মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবেই বিভিন্ন সময়ে ২৫ শে মার্চ কালো রাতের গণহত্যা নিয়ে মিথ্যাচার করেছে। সবমিলিয়ে নানামুখী ষড়যন্ত্রের কারণে এবং ৭৫ পরবর্তী সময়ে যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তাদের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন পর্যন্ত আমরা লাভ করতে পারিনি।
আওয়ামী লীগের এ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, আমরা বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জোরালো দাবি করেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ এ গণহত্যার স্বীকৃতি দেবে। এবং এই গণহত্যার সঙ্গে যারা জড়িত পাকিস্তানি, তাদের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.