বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বিএনপি সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুনির হোসেন জানান বলেন, রোববার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন। এখন তার স্যালাইন চলছে।
গত ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারর সাজা হওয়ার পর থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়েই থাকেন রিজভী। সেখানই প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করেন তিনি। এছাড়া প্রায় সময় বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলেও নেতৃত্ব দিতে দেখা গেছে রুহুল কবির রিজভীকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.