দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিজ্ঞানসেবী সংগঠনের সদস্যদের নিয়ে অংশীজন সভা করলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সংস্থার কার্যক্রমে সুশানে নিশ্চিত করার অংশ হিসেবে সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক এবং তরুণ বিজ্ঞানী ও বিজ্ঞানসেবী সংগঠনের কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান চর্চার যে অফুরন্ত সুযোগ সৃষ্টি করেছে, তা দিয়ে দেশে বিজ্ঞান বিপ্লব ঘটানো সম্ভব। বক্তারা প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান জাদুঘরের কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আহ্বান জানান। বিজ্ঞান জাদুঘরের চলমান সব প্রশংসনীয় কার্যক্রম টেকসই করতে হবে।
সভাপতির বক্তব্যে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞান জাদুঘর ঢাকার বাইরে জেলা, উপজেলা পর্যায়ে জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী চালু করেছে। প্রকৃতি এবং বিজ্ঞানের সমন্বয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান চর্চাকে শিক্ষার্থী, গবেষক ও ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সুপ্ত উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করতে চায়। ঢাকা শহরে বিনোদনের জায়গা সীমিত হয়ে আসছে, বিনোদনের মাধ্যমে বিজ্ঞান জাদুঘর শিশুদের মননে বিজ্ঞান শিক্ষাকে শাণিত করতে চায়। আগামীতে অংশীজনদের মতামত নিয়ে বিজ্ঞান জাদুঘরের কার্যক্রমকে আধুনিকায়ন করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ এর মোঃ ওমর ফারুক, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাফাত ফেরদৌস, কলেজ অব এভিয়েশন টেকনোলজি এর শিক্ষার্থী তামান্না নূর-প্রীতি, বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির মাহমুদ মীম।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করা হয়। একই দিনে কলেজ অব এভিয়েশন টেকনোলজির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় এন্টোনভ বিমান ভিত্তিক লার্নিং সেশন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.