জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২৮.০৩.২০২২খ্রিঃ) তারিখ “রমজানের স্বাস্থ্যগত উপকারিতা” শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হয়।
রাজধানীর দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার ১৩৫ জন শিক্ষার্থী এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। এতে রমজানে রোজা রাখার শারীরিক উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করে মোঃ তানজিম ইসলাম, মোঃ রোকনুজ্জামান এবং মোঃ কামরুল হাসান। বক্তৃতাকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “রোজা রাখার ফলে শরীরের রোগজীবাণু ও ব্যাকটেরিয়া ধবংস হয়ে যায়, বিপাকীয় কার্যক্রম শক্তিশালী হয়, ক্যান্সার কোষ ধ্বংস হয়। সারাদেশের চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকরা প্রমাণ করেছেন, রোজার অফুরন্ত শারীরিক উপকারিতা রয়েছে। এমনকি গ্যাস্ট্রিক ও ডায়াবেটিস রোগীদেরও রোগের মাত্রা রোজার সময় হ্রাস পায় এবং শারীরিক স্থিতিশীলতা ফিরে আসে। রোজার মাধ্যমে মানুষ মহান আল্লাহ্র সান্নিধ্য লাভ করে এবং সমাজে দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীলতা সৃষ্টি হয়।” অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এবং জাদুঘর পরিদর্শনের আয়োজন করা হয়। এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.