পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গতকাল (২৮.০৮.২০২৩খ্রি.) এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির আলোকে সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে জাদুঘরের ১নং ফটকে ২৫ টি আগার, ৫টি জলপাই, ৫টি বহেরা ও ৫টি জয়তুন গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে ‘বুরো’ বাংলাদেশ নামক একটি জাতীয় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শোকাহত আগস্ট স্মরণে ৪০টি বৃক্ষের চারা স্মারক উপহার হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, “বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করে প্রতিটি বাসার ছাদে, বারান্দায় ও প্রাঙ্গণে সবুজায়ন, গাছের পরিচর্চা এবং নগরে বসবাসকারী পাখির যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।”
উল্লেখ্য, গত ০১ জুন ২০২৩ইং হতে ৩১জুন ২০২৩ইং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। জাদুঘর প্রাঙ্গন, জাদুঘরের ছাদসহ পুরো জাদুঘরকে অনন্য এক পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.