পরিক্রমা ডেস্ক : রাজধানীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস গার্লস হাই স্কুলের ১১৪ জন শিক্ষার্থী আজ (১৫.০৩.২০২৩খ্রি.) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করে। শিক্ষার্থীদের জাদুঘরের বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীবস্তু সমৃদ্ধ শিল্প প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, ভৌত বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানসহ বিভিন্ন গ্যালারি পরিদর্শন করানো হয়। তাদেরকে জাদুঘরে রক্ষিত ঐতিহাসিক টাইটানিক জাহাজে আরোহণ করানো হয়। ভ্রমণকালে তারা জাদুঘরের ফোর ডি মুভিসহ, প্রাকৃতিক ও মহাজাগতিক বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে। অনুষ্ঠানকালে তাদেরকে আর্থ-কোয়েক সিম্যুলেটরে চড়িয়ে ভূমিকম্পের অভিজ্ঞতাও অর্জন করানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে অগ্নি-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আনন্দে, আবেগে আপ্লুত শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান জাদুঘরের সবুজ লনে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শুভশ্রী সংকর পাল, মোছা: নুছাইবা আক্তার নিতি এবং আদিবা ত্বোয়া বিজয়ী হয়। বিজয়ী শিক্ষার্থীসহ ৪ (চার) জন শিক্ষক শিক্ষিকাকে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়। সবুজ লনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান শিক্ষায় আকর্ষণ সৃষ্টি করতে হবে। বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সামাজিক অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলা মেনে চলতে হবে। মোবাইল ফোনের আসক্তি পরিহার করে পড়াশোনায় মনোনিবেশ ও প্রকৃতির সঙ্গে বন্ধন তৈরি করতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে।” প্রায় ২ (দুই) ঘন্টার এ সফরে শিক্ষার্থীরা বিজ্ঞান জাদুঘরে আনন্দময় সময় অতিবাহিত করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.