জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২৭.১২.২০২২খ্রি.) মহান বিজয় দিবস স্মরণে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
এ উপলক্ষ্যে বিজ্ঞান জাদুঘরে আয়োজিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “বাংলাদেশের মেয়েরা যেভাবে হিমালয় জয় করেছে, সেভাবে তারা বাংলাদেশসহ সারা পৃথিবীকেও এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের কর্মযজ্ঞে বাংলাদেশ পৃথিবীতে এখন ঈর্ষণীয় অবস্থানে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ এর উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণদের বিজ্ঞান নিয়ে আগাতে হবে। বিশেষ করে আঠারো বছরের কম বয়সী তরুণরাই বাংলাদেশের পরিবর্তনের মাইলফলক রচনা করবে।” অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 16 জনকে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়া 19তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক বিজয়ী ৪ জনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এছাড়া অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান আফতাব আলী শেখ এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.