পরিক্রমা ডেস্ক : আজ (৩০.০৮.২০২৩খ্রি.) তারিখ রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন “শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান গবেষণায় গভীরভাবে মনোনিবেশ করতে হবে। মেধা ও সৃজনশীলতা দিয়ে এমন কিছু উদ্ভাবন করতে হবে, যা’ মানুষের কল্যাণে কাজে লাগে। নিজের জীবনকে সত্য নিষ্ঠ ও ন্যায়নিষ্ঠভাবে গড়ে তুলতে হবে। শিক্ষক ও পিতামাতাকে গভীর শ্রদ্ধা করতে হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জাংক ফুড ও ফাস্টফুড বর্জন করতে হবে। দৃষ্টি শক্তি বাড়াতে ছোটমাছ-মলামাছ খেতে হবে। স্কুল ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে হবে। প্রত্যেকের বাসাবাড়ির বারান্দায় ও ছাদে শহরের চড়ুই পাখির জন্য খাবার ছিটাতে হবে। তারা শহুরে প্রকৃতির অপরিহার্য অনুষঙ্গ। সৃষ্টি বৈচিত্র্যের সেবা করা স্রষ্টার ইবাদতের সমতুল্য। মোবাইল ফোনের আসক্তির কারণে মেধাশক্তি, কল্পনা শক্তি ও উদ্ভাবনী শক্তি হ্রাস পাচ্ছে, স্মৃতি শক্তি কমে যাচ্ছে, যা’ তরুণদের জীবনকে বিপন্ন করে তুলছে। ফাস্টফুড নির্ভরতা এবং আরাম প্রিয়তা পরিহার করতে হবে। আগামীতে দেশের কর্ণধার, নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসক ও গবেষক হয়ে মানবসেবায় ও দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে।”
উল্লেখ্য, এ বিজ্ঞান মেলায় নবীন বিজ্ঞানীদের উদ্ভাবিত ১৫২টি প্রকল্প মডেল প্রদর্শিত হচ্ছে। মহাপরিচালক সমগ্র বিজ্ঞান প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন। এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে সবুজ নগর, পরিবেশ বান্ধব ক্যাম্পাস, ভূকম্পন সংকেত, আলু ও লেবু থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, অটোমেটিক ব্রিজ, স্বয়ংক্রিয় সুইজ অন অফ বাতি,আগ্নেয়গিরি, হলোগ্রামসহ শতাধিক বৈজ্ঞানিক মডেল। এ উপলক্ষে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে ২(দুই) টি মিউজিয়াম বাস এর মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.