পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২২.০৯.২০২২খ্রি.) “ বিদ্যুৎ চুরি ও অপচয়রোধে বিজ্ঞান ও নৈতিকতা ” শীর্ষক একটি অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর ১৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন কালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি অনেক দূর এগিয়েছে, প্রযুক্তির সমান্তরালে বহু উন্নতি হচ্ছে কিন্তু দুর্নীতি একটি চ্যালেঞ্জ। মানুষ যখন যন্ত্রের দাস হবে, তখন মানুষের নৈতিক শক্তি হ্রাস পাবে। প্রযুক্তি ব্যবহারকারী মানুষটি সৎ ও শুদ্ধ কীনা, তার উপর প্রযুক্তির সফলতা নির্ভর করছে। নতুবা প্রযুক্তি ব্যবহার করেও দুর্নীতি দমন করা যাবে না। মানুষকে আল্লাহ্ অফুরন্ত কর্মশক্তি ও চিন্তা শক্তি দিয়েছেন, তা মানব কল্যাণে কাজে লাগানোই মানব জীবনের সার্থকতা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপিডিসি’র সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মহিউল আলম। তিঁনি জাতীয় প্রেক্ষাপটে বিদ্যুৎ চুরি ও অপচয় রোধী ঘটনা উদ্ঘাটনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এক্ষেত্রে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর কর্মকাণ্ড তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা আনন্দমূখর পরিবেশে জাদুঘরের গ্যালারিসমূহ পরিদর্শন করেন। এছাড়া আগত প্রশিক্ষণার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.