জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (29.03.2022খ্রিঃ) তারিখ “ নৈতিক জীবন যাপন ও স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞান সম্মত খাবারের গুরুত্ব” শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হয়। ব্যান্সডক’ এ প্রশিক্ষণরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের ৫০ জন শিক্ষার্থী এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
বিজ্ঞান বক্তৃতায় অংশগ্রহণ করে সাবিহা তাসনীম, আহসান উল্লাহ এবং মাহমুদুল হাসান।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “স্বাস্থ্য সুরক্ষায় প্রাকৃতিক খাবার খেতে হবে। ফাস্টফুড ও জাংক ফুড বর্জন করতে হবে। শুধু বিশুদ্ধ খাবার নয়, সৎ পথে উপার্জন এবং হালাল উপার্জনের খাবারও নিশ্চিত করতে হবে। চাকুরীজীবি পিতা-মাতার উপার্জন যেন সৎ হয়, তা সন্তানদের নিশ্চিত করতে হবে, নৈতিকতা-শুদ্ধতা রক্ষা করে জীবন পরিচালনা করতে হবে। সমস্ত পাপাচার বর্জন করতে হবে। মহান আল্লাহ্কে স্মরণ করে সততা ও শুদ্ধতার মনোভাব নিয়ে রাষ্ট্র, সমাজ ও জনগণের কল্যাণে জীবনকে নিবেদিত করতে হবে।” অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এবং জাদুঘর পরিদর্শনের আয়োজন করা হয়। এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.