পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গতকাল (১৫.১০.২০২২খ্রি.) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজধানীর তিনটি স্বনামধন্য স্কুলের প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিকভাবে হাত না ধোয়ার কারণে নানা জীবাণু সংক্রমিত হয়ে বিভিন্ন প্রাণঘাতী অসুখে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। হাত ধোয়ার অভ্যাসের মাধ্যমে বহু রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে সতর্ক করার লক্ষ্যে আমরা তাদের উদ্বুদ্ধ করছি। সুস্থ সবলতা শুধু খাদ্যের উপর নির্ভর করে না, পরিচ্ছন্নতার অভ্যাসও অপরিহার্য। বিজ্ঞান জাদুঘর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সঠিক খাদ্যাভাস ও জীবনগঠন কেন্দ্রীক সচেতনতামূলক বিজ্ঞান বক্তৃতার মাধ্যমে হাত ধোয়াকে আবশ্যকীয় জীবন চর্চায় পরিণত করতে অনুপ্রাণিত করছে। হাত ধোয়া শুধু বাসায় নয়, স্কুলে, প্রতিষ্ঠানে, বাইরে সর্বত্র চর্চা করতে হবে।” অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শন করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.