বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের সংসার ভেঙে গেছে। গত মাসে বিচ্ছেদ হয়ে যায় শাবনূর ও অনিক মাহমুদ হৃদয়ের।
এক আইনজীবীর মাধ্যমে গত ২৬ জানুয়ারি স্বামীর ঠিকানায় তালাকের নোটিস পাঠিয়েছেন এ চিত্রনায়িকা।
ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করে অস্ট্রেলিয়া থেকে এ অভিনেত্রী জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শাবনূর বলেন, ‘২০১৩ সালে সন্তান জন্ম নেওয়ার পর থেকে মত-পার্থক্য ও দুরত্বের সৃষ্টি হয় আমাদের মধ্যে। যা এক পর্যায়ে মাত্রা ছাড়িয়ে যায়। অনেক দিন থেকেই আমরা দুইজন আলাদা থাকছি। শুধু তাই নয়, কয়েক দাফায় মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এরপই আমি তাকে ডিভোর্স নোটিস পাঠিয়েছি। এখনই এর বেশি কিছু বলতে চাইছি না।’
উল্লেখ্য, ২০১১ সালের ডিসেম্বরে ব্যবসায়ী অনিক মাহমুদ সঙ্গে আংটি বদলের পর ২০১২ সালের ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে-বন্ধনে আবদ্ধ হন তারা। ৬ বছর বয়সী পুত্রসন্তান আইজান নিহানকে নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন শাবনূর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.