শারীরিক উপস্থিতিতে এ বছর অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে।
আজ সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে পয়লা ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে।
তিনি বলেন, ‘এবারের মেলা কতদিন চলবে এ ব্যাপারটি এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি ওঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।’ প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে বলে জানান তিনি।
ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার তা হয়নি। মহামারির কারণে মেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল। কিন্তু দেরিতে হলেও সশরীরে অনুষ্ঠিত হচ্ছে এবারের গ্রন্থমেলা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.