তরুন গীতিকবি এম.এ.আলম শুভর কথায় তামিমের সুর ও সংগীতায়োজনে উড়ু উড়ু মন-২ একটি রোমান্টিক স্যাড গান নিয়ে আসছে স্বর্ণা ও তামিম। মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গান রজ এ-র মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগীতশিল্পী হিসাবে। বিমান সময়েই খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছে বিভিন্ন স্টেজ শো এবং মৌলিক গানে। তার মৌলিক গানের মধ্যে আলোচিত গান অপরাধী, কৃষ্ণ, চাঁদ কথা এবং তুই যে আমার। তারই ধারাবাহিকতায় আসছে ঈদে তামিমের সাথে ডুয়েট গান উড়ু উড়ু মন টু এবং উদাসী। তামিম বলেন, আমার উড়ু উড়ু মন গানটি ২০১৮ সালে আমি আর খারাবি ইসলাম গাওয়া জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিলো। খুবই রোমান্টিক ধাচের গান ছিলো। ভক্তদের ভালোবাসায় এবং তাদের অনুরোধে আবারও নিয়ে আসছি উড়ু উড়ু মন টু গানটি আমি আর উদীয়মান কন্ঠশিল্পী স্বর্ণা।আশা করি ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে পারবো। স্বর্ণা বলেন, তামিম ভাইয়া আমাকে হঠাৎ গানের ডেমো দিয়ে বলে আমি আর তুমি এই গানের ভোকাল দিবো। সত্যি বলতে গানের ডেমো শুনে আমি একটা বাক্যে বলেদিলাম নিশ্চয়ই করবো।অসাধারণ গানটি ধন্যবাদ শুভ ভাইকে এমন একটি গান আমাদের উপহার দেবার জন্য।সবার ভালোবাসায়ই আমার এগিয়ে যাওয়ার প্রেরনা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.