বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কলকাতার প্রথম সারির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। কলকাতায় শীঘ্র মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’। ছবিতে স্পিচ থেরাপিস্টের চরিত্রের অভিনয় করেছেন জয়া। আর শিবপ্রসাদ ও নন্দিতা রায় জুটির সঙ্গে এটিই জয়ার প্রথম চলচ্চিত্র।
সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে এ ছবি ও নানা বিষয় নিয়ে কথা বলেছেন জয়া। 'কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনাকে নিয়ে অনেক চর্চা চলে। এ ব্যাপারে ওয়াকিবহাল?'- এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, কেউ সামনাসামনি বলেনি। (একটু থেমে) আসলে এগুলো শুনলে আমার লজ্জা লাগে। নিজেকে হীন মনে হয়। কেউ সামনে বললে ঝাড় দিতাম। বলতাম, ‘কও কী?’ আর খুব ঝাড় দিতাম।
শিবপ্রসাদ, কৌশিক ও সৃজিতকে নিয়ে জয়া বলেন, এই তিন জনের মধ্যে একটা মিল রয়েছে। ছবির জন্য যাকে প্রয়োজন, এঁরা তাকেই নেবেন। এমনিতে আমি শত সাধলেও নেবেন না। যেমন সৃজিত, ছবিতে যাকে দরকার, তাকে নেওয়ার জন্য সব কিছু করতে পারেন। যেখানে নেওয়ার নয়, কিছুতেই নেবেন না। আমি পা ধরে সাধলেও নেবেন না! এটা তিন জনের ক্ষেত্রেই প্রযোজ্য।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.